Breaking News

header ads

সুবর্ণচরে দরিদ্র মানুষের পাশে সামাজিক সংগঠন হিউম্যান ডেভেলপ্টমেন্ট ফোরাম



ইউনুছ শিকদার: মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে মহামারীতে সমাজের অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ সম্পন্ন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন HDF (Human Development Forum)।

সারাদেশ যখন অঘোষিত লকডাউন, করোনা ভাইরাস আতংকে পুরো দেশ যখন স্থবির, ঠিক তখন দিনমজুর মানুষগুলো কিভাবে চালাচ্ছে তাদের পরিবারকে এই ভাবনায় আমরা। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো.সারোয়ার হোসেন বলেন, আমার আপনার হয়তো ব্যাংক-ব্যালেন্স রয়েছে, কিন্তু ওই মানুষগুলো একদিন কাজে না গেলে তাদের পরিবার চলেনা। তাই এগিয়ে আসুন ক্ষুধার্ত মানুষের পাশে।

শুক্রবার সকাল ১০টায় (২৭-০৩-২০২০ইং) চরক্লার্ক ও মোহাম্মদপুর ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন HDF এর পক্ষ থেকে এমনই প্রায় ৫০টি পরিবারের নিকট সামান্য কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে।

উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমলাক হোসেন। আমন্ত্রিত মেহমানদের মাঝে উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম আজাদ, অধ্যক্ষ সৌরভ, এম. এস সি মানিক।

এছাড়া ও উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি হারুন পারভেজ ও সেক্রেটারী আবদুল মান্নানসহ অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

Post a Comment

0 Comments