ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাসের ঝূঁকি এড়াতে লক্ষ্মীপুরে জেলা পুলিশ প্রশাসন উদ্যোগে ভাইরাস সম্পর্কে সচেতন সম্পর্কে পুলিশের প্রচারনা । সোমবার (২৩ মার্চ) দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ প্রচারনা চালান পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা)।
এ সময় বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাবস, সাবান ও লিফলেট বিতরণ করেন তিনি। পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস থেকে সবাইকে সচেতন করার জন্য মাস্ক, হ্যান্ড গ্লাবস, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে। যাতে করে তাঁরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকতে পারে। তাই সাধারণ জনগণকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগে গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রিয়াজুল কবির, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, আ হ ম মোস্তাকুর রহমান, সাবেক সহ-সভাপতি এম জে আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া, জেলা কমিউনিটি পুলিশিং সেল এর সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আপলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।


0 Comments