ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে যাত্রীবাহী গাড়ি, পণ্য পরিবহন সহ সকল প্রকার যানবাহনে ব্যক্তিগত উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করেছে রেজাউল করিম ও রহমত উল্যাহ। তারা দুজনই লক্ষ্মীপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট। আজ ২৪ মার্চ মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী এলাকার ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে সম্পূর্ণ পিপিই নিয়ে এ কার্যক্রম করে তারা।
তারা বলেন, সারা বিশ্ব এখন কঠিন অবস্থা পার করছে। সে সাথে বাংলাদেশও। এ পরিস্থিতি আমাদের সচেতনতার সাথে মোকাবেলা করতে হবে। সবার সাধ্যানুযায়ী এ পরিস্থিতি মোকাবেলায় কাজ করতে হবে। তাই আমরা দুই সহকর্মী উদ্যোগ নিয়ে পরিবহনগুলোতে জীবাণুনাশক স্প্রে করেছি। আমরা এ কার্যক্রম চলমান রাখবো।


0 Comments