Breaking News

header ads

নোয়াখালী সদরের পশ্চিমাঞ্চলের হাট-বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান


ইউনুছ শিকদারঃ নোয়াখালী সদর উপজেলার পশ্চিমাঞ্চলের বাজার খলিফারহাট, উদয়সাধুরহাট, শান্তিরহাট ও বাংলাবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।  রবিবার (২২ মার্চ) এই অভিযান পরিচালনা করা হয়।

মোহাম্মদ জাকারিয়া জানান, মূল্যতালিকা না রাখা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ৬৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করার জন্য নির্দেশ দেওয়া হয়। অনেকেই তাৎক্ষণিক পণ্য ক্রয় করেন। তিনি আরও বলেন অসুধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

Post a Comment

0 Comments