Breaking News

header ads

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : 
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০২০-২১ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

পরে ভোট গণনা শেষে রাত ১০টার দিকে বিজয়ীদের নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম আবদুল মতিন। এতে সভাপতি পদে মো. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. হাবীবুর রহমান নির্বাচিত হয়েছে। 

নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আবুল খায়ের, মো. হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরর্শেদ আলম শিপন, মুনছুর জিলানী, পাঠাগার সম্পাদক চাঁদমনি মোহন, সদস্য যথাক্রমে মো. আবু বকর ছিদ্দিক, রিয়াজ হোসেন, মো. নুর উদ্দিন সুজন, তাছলিম আলম, আফতাব হোসাইন তারেক। এ ছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ী হয়েছেন মো. ফখরুল ইসলাম জুয়েল। 

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট শিল্পী রাণী পাল ও এডভোকেট তফাজ্জল হোসেন বাচ্চু দায়িত্ব পালন করেন। এতে ২শ ৯৭ জন ভোটারের মধ্যে ২শ ৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

Post a Comment

0 Comments