লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর মডেল থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও মানবিক কাজের মাধ্যমে অবদান রাখায় লক্ষ্মীপুর জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া। এ নিয়ে ৭ম বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির পুরষ্কার তুলে দেন লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা)।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রাণী প্রামানিক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. কামরুল হাসান’সহ পুলিশের অন্যান্য অফিসারগণ।
জানা গেছে, গত জানুয়ারি মাসে সদর মডেল থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও মানবিক কাজের মাধ্যমে অবদান রাখায় ওসি আজিজুর রহমান মিয়াকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা)। পরে তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরষ্কার এবং সার্টিফিকেট তুলে দেন তিনি।

0 Comments