Breaking News

header ads

তামিমকে পেছনে ফেলে টেস্টে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিক।


গাংচিল অনলাইন ডেস্ক: টেস্ট ক্রিকেটে তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ডাবল সেঞ্চুরিতে পৌঁছানোর দিনেই মুশফিক ছুঁয়ে ফেলেন তামিমের বিশেষ রান ক্লাব। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিকুর রহিম।

এতোদিন তামিম ইকবালের দখলে থাকা দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার প্রথম স্থান আজ নিজের করে নিলেন চলমান টেস্টে ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিম।

চলমান ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিতে পৌঁছানোর পথে তামিমকে রান সংগ্রহের দিক দিয়ে ছাড়িয়ে যান মুশফিক। 

এদিন নিজের তৃতীয় টেস্ট ডাবল সেঞ্চুরির দেখাও পেয়ে যান। এরপরই অবশ্য ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩১৮ বলে ২৮ চারে ২০৩ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

এই টেস্টের আগে মুশফিক খেলেন ৬৯ টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংস শেষে মুশফিকের টেস্ট রান সংখ্যা ৪ হাজার ৪১৩।

অপরদিকে ৫৯ টেস্ট ও জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংস শেষে তামিম ইকবালের রান সংখ্যা ৪ হাজার ৪০৫ এ।

মুশফিক ও তামিমের পরেই অবস্থান করছেন সাকিব আল হাসান। ২০০৭ সালে সাদা পোশাকে অভিষেকের পর সাকিব খেলেছেন ৫৬ টেস্ট (১০৫ ইনিংস)। যেখানে ব্যাট হাতে সাকিব আল হাসানের রান সংখ্যা ৩৮৬২।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকরী ৫জন:
মুশফিকুর রহিমঃ ৪৪১৩ রান, ৭০ ম্যাচ-(১৩০ ইনিংস)
তামিম ইকবালঃ ৪৪০৫ রান, ৬০ ম্যাচ-(১১৫ ইনিংস)
সাকিব আল হাসানঃ ৩৮৬২ রান, ৫৬ ম্যাচ-(১০৫ ইনিংস)
হাবিবুল বাশারঃ ৩০২৬ রান, ৫০ ম্যাচ-(৯৯ ইনিংস)
মুমিনুল হকঃ ২৮৬০ রান, ৪০ ম্যাচ-(৭৪ ইনিংস)

Post a Comment

0 Comments