Breaking News

header ads

লক্ষ্মীপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলে পিঠা উৎসব ও শিক্ষার্থীদের সংবর্ধনা

লক্ষ্মীপুর প্রতিনিধি : 
লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠান মাঠে পৃথক অনুষ্ঠানের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল এমপি। 

কাজী ফারুকী কল্যাণ ট্রাষ্টের সহ-সভাপতি ড. কাজী নুরুল ফেরদৌসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়পুর থানার ওসি মো. তোতা মিয়া, উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান এড. মারুফ বিন জাকারিয়া, ইউপি চেয়ারম্যান এড. ইউচুপ জালাল কিছমত, কলেজ অধ্যক্ষ নুরুল আমিন, শিশু কানন স্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম টিটু, প্রাণী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হামদে রাব্বি প্রমূখ।

সমাহার ২৩ টি স্টলে পিঠা উৎসবের সমাহার হয়। দিনব্যাপী পিঠা উৎসবে নানা পিঠা নিয়ে হাজির ছিল দু’শতাধিক শিক্ষার্থী। স্টলগুলো ঘুরে দেখা যায় বাঙালী ঐতিহ্যের নানা রকম ভাপা, মুকশুলি, মশুরপাখন, চিকেনপুলি, নারিকেল দুধ পুলি, নারিকেল পুলি, গোলাপ ফুল পিঠা, আলুর পাকন পিঠা, বিবিয়ানা পিঠা, কাঁচা মরিচ পিঠা, নারিকেল বিস্কুট পিঠা, বোঁটাই পিঠা, তেল পিঠা, ডিম সুন্দরী পাটি সাপ্টা, পাটি সাপ্টা, আনার কলি, দুদ সাগর ও চিতই পিঠার সমাহার।

Post a Comment

0 Comments