ফয়সাল কবির , লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মাদকদ্রব্য উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ও মুলতবী গ্রেপ্তারী পরোয়ানা তামিলের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া।
এনিয়ে তিনি ৬ষ্ঠ বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি। রোববার (১৯ জানুয়ারি) জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির পুরষ্কার তুলে দেন লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা)।
জানা গেছে, ডিসেম্বর মাসে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মুলতবী গ্রেপ্তারী পরোয়ানা তামিলের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ওসি আজিজুর রহমান মিয়াকে শ্রেষ্ঠ অফিসার ইনসার্জ হিসেবে নির্বাচিত করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা)। পরে তাঁর হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরষ্কার তুলে দেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পংকজ কুমার দে, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. কামরুল হাসান’সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)একেএম আজিজুর রহমান মিয়া বলেন যোগদানের পর থেকে কোন অন্যায়কে আপোষ করিনি।কর্মের প্রতি আন্তরিকতা থাকলে সবই করা সম্ভব। আমি লক্ষ্মীপুর মডেল থানার আইন মৃঙ্খলা উন্নয়নের জন্য প্রচেষ্টা করে যাচ্ছি ।


0 Comments