Breaking News

header ads

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রায়পুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে রায়পুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

রায়পুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হানিফ মিয়ার সভাপতিত্বে  প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। এসময় রায়পুর পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, রায়পুর থানার ওসি তোতা মিয়া, রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া, সাবেক পৌর মেয়র আলহাজ্ব রফিকুল হায়দার বাবুল পাঠান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কৌশিক সোহেল,তারেক আজিজ জনি ,সহ আরো অনেকে।

অতিথিরা বলেন, বর্তমানে প্রশাসনের কঠোর নজরদারিতে মাদক ব্যবসায়ীরা আতঙ্কিত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনেকটা মাদক সেবন ও বিক্রি নিয়ন্ত্রণে রয়েছে। মাদককে নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের পাশাপাশি ইভটিজিং রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

অনুষ্ঠানে রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments