Breaking News

header ads

দেড় যুগে নির্মাণ হয়নি ব্রিজ ঝুঁকি নিয়ে কাঠের সাঁকোতে পারাপার।

লক্ষ্মীপুর প্রতিনিধি : 
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ও কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের সীমান্তবর্তী জারিরদোনা খালের ওপর গত দেড় যুগেও ব্রিজ নির্মাণ করা হয়নি। বর্তমানে কাঠের সাঁকো দিয়ে পারাপারে দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসলেও ব্রিজ নির্মাণ হয়নি। এতে বাধ্য হয়ে বছরের পর বছর স্থানীয়দের ব্যয়ে নির্মাণ করা হয় সাঁকো দিয়ে পারাপার হয় দুই উপজেলার হাজারো মানুষ। সাঁকোটি কয়েকমাস পর-পর খারাপ হলে এলাকাবাসী তা সংস্কার করেন। এভাবেই গত দেড় যুগ পার হয়ে গেছে। 

সূত্রে আরও জানা গেছে, প্রতিদিন ওই দুই ইউনিয়নের ৫ হাজারেরও বেশি মানুষ এ কাঠের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে। ঝুঁকি নিয়ে স্কুল-কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরাও এ সাঁকো দিয়ে চলাচল করে। নড়বড়ে সাঁকোর কারনে শিশু শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। এভাবেই বছরের পর বছর জোড়াতালি দিয়ে চলছে। গ্রাম বাসির দাবি, দীর্ঘদিন এটি এভাবে চললেও এখানে ব্রিজ নির্মাণের কোন সরকারী উদ্যোগ নেই। সম্প্রতি সাঁকোটি ভেঙে খালে পড়ে যায়। পরে আলেকজান্ডার ও পাটোয়ারিরহাট ইউনিয়নের সচেতন লোকজন উদ্যোগ নিয়ে বাজারের ব্যবসায়ী ও গ্রামের লোকজনের নিকট থেকে টাকা সংগ্রহ করে পুনরায় সাঁকো নির্মাণ করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, বারবার ক্ষমতা ও জনপ্রতিনিধিদের পরিবর্তন হলেও তাদের ভাগ্যে পরির্বতন হয়নি। তাদের দুর্ভোগের যেনো শেষ নেই। তাদের দুঃখ-কষ্ট দেখার যেনো কেউ নেই। জনপ্রতিনিধিরা দেখেও না দেখার ভান করে থাকেন। সাঁকো মেরামতে রাজনৈতিক নেতা কিংবা জনপ্রতিনিধি কেউই এগিয়ে আসেনি। মেলেনি সরকারি কোনো বরাদ্দ।

স্থানীয় পাটারিরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন মাস্টার বলেন, সাঁকোটি ভেঙে পড়লেই দুই উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুই উপজেলার সঙ্গে যোগাযোগ রক্ষায় স্থানীয়দের উদ্যোগে সাঁকো মেরামত করা হয়, কেউ এগিয়ে আসে না।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাটারিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম নুরুল আমিন রাজু বলেন, ব্রীজ নির্মানের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।

এ ব্যাপারে কমলনগর এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার জানান, ওই খালের ওপর দিয়ে ব্রিজ নির্মাণের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ব্রিজ নির্মাণ হলে স্থানীয়দের দূর্ভোগ লাঘব হবে।

Post a Comment

0 Comments