Breaking News

header ads

সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ইউনুছ শিকদার : নোয়াখালী সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে তাঁর জায়গায় সেখানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর হোসেন দায়িত্ব পালন করছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ফোনে নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এখন তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হবে। এছাড়াও ওসি মিজানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রশাসনিক তদন্ত চলছে।

জানা যায়, গত (১৯ জানুয়ারি) ওসি মিজানুর রহমান উপজেলা যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন রাসেলকে থানায় ডেকে নির্মমভাবে নির্যাতন করে। এক পর্যায়ে ওসি গুলি করবে বলেও হুশিয়ারি দেয়। পরে একই দিন বিকাল ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়ার সময় ওসি শর্ত দেয় তুই এ বিষয়ে কাউকে কিছু জানালে তোকে ক্রসফায়ারে দিবো। পরে যুবলীগ নেতা এলাকা ছেড়ে যাওয়ার আগে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি লিখিতভাবে অবগত করেন। তদন্ত শেষে (ওসি) কে কর্তব্যরত থানা থেকে গত বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে।

Post a Comment

0 Comments