Breaking News

header ads

সেনবাগে মাদরাসা থেকে পালাতে গিয়ে প্রাণ গেল ছাত্রের।

গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদরাসা থেকে দুই ছাত্র পালানোর জন্য চার তলার জানালা দিয়ে রশি বেয়ে নিচে নামার সময় রশি ছিঁড়ে সাজিদ (১২) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সাইফুল ইসলাম নামে অপর ছাত্র গুরুতর আহত হয়েছে।

সোমবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার কানকিরহাট ইসলামিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাদরাসার শিক্ষকরা তাদের উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।

নিহত সাজিদ কানকিরহাট এলাকার আবুল কাসেমের ছেলে। আহত সাইফুল ইসলামকে রাতেই উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Post a Comment

0 Comments