গাংচিল অনলাইন.কম: সেনবাগ উপজেলায় অবশেষে স্থাপিত হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন। এই উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের প্রাণের দাবী পূরণ হতে যাচ্ছে খুব শীঘ্রই।
জানাযায়, প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সেনবাগ পৌরসভার কাদরা বোর্ড অফিস সংলগ্ন ওই ফায়ার সার্ভিস স্টেশনটির বেইস ও কলম ওঠে যাওয়ায় এটি এখন দৃশ্যমান। এরআগে নোয়াখালীর সেনবাগে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবীতে বহু সংগঠন ও ব্যবসায়ীরা মানববন্ধন পালন করে।
স্থানীয়রা জানান, সেনবাগে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় কোথাও আগুণ লাগলে জেলা শহর মাইজদী, চৌমুহনী ও সোনাইমুড়ী থেকে দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিভাত। কিন্তু অধিকাংশ সময় তাঁরা ঘটনাস্থলে পৌছার আগেই সব পুড়ে ছাঁই হয়ে যেত। এই ফায়ার সার্ভিস স্থাপনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলছে। আশা করা যায় এর ফলে সেনবাগ উপজেলায় অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতির পরিমাণ কমে আসবে।



0 Comments