Breaking News

header ads

লক্ষ্মীপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালিত।

লক্ষ্মীপুর প্রতিনিধি: নারী পুরুষের সমতা রুখতে পারে সহিংসতা এমন স্লোগান কে সঙ্গে নিয়ে ২৫ নভেম্বর (সোমবার) নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বেসরকারী এনজিও বাপসা নিরাপদ প্রকল্প-২ আয়োজনে সকালে র‌্যালি জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে রামগতি সড়কের একটি বেসরকারী সংস্থার কার্যালয়ে আলোচনা সভা মিলিত হয়।

পদ্ম কলি সমাজ নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ বেগমের সভাপতিত্বে 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন।

বিশেষ অতিথি ছিলেন, বেসরকারী এনজিও বাপসা নিরাপদ প্রকল্প-২ সহকারী প্রোগ্রাম অফিসার আবুল কালাম আজাদ, প্রজেক্ট কো অডিনের্টর জোবেদা বেগম, সাংবাদিক মো: রবিউল ইসলাম খান, মাসুমা আক্তার, নুর মোহাম্মদ, প্রতিভা রাণী নাথ প্রমুখ।

এসময় বিভিন্ন নারী সংগঠন ও এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments