Breaking News

header ads

রামগতিতে সাংবাদিক সেজে প্রতারণা, আটক-৪

লক্ষ্মীপুর প্রতিনিধি : 
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সাংবাদিক সেজে প্রতারণা করায় ৪জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে রামগতি জনস্বাস্থ্য প্রকৌশলীর গেস্ট হাউজ থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, ক্যামেরা, চার্জার, পেনর্ডাইভ, বিজয় টিভির লোগো ও তিনটি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়। 

এ ঘটনায় বিজয় টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন বাদি হয়ে রামগতি থানায় ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

আটকদের মধ্যে রিয়াদ হোসেন (২৫) শরীয়তপুর জেলার ডামুড্ডা এলাকার বাসিন্দা মৃত মো. দুলাল হোসেনের ছেলে, সুমন রানা (২৯) নওগাঁ জেলার আত্রাই এলাকার বাসিন্দা আবদুল খালেক সরদারের ছেলে, ইব্রাহিম (২৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এলাকার বাসিন্দা বাদল মিয়ার ছেলে ও সাইফুল ইসলাম (২৫) নোয়াখালী জেলার পশ্চিম রাধারামপুর এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে ওই চার প্রতারক রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে রামগতি জনস্বাস্থ্য প্রকৌশলীর গেস্ট হাউজে ওঠে। পরদিন একটি মাইক্রোবাসে বিজয় টিভির লোগো লাগিয়ে পুরো রামগতি শহর ঘুরে বেড়ান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাদের সঙ্গে তারা দেখা করেন। তারা সরকারের উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণ করে প্রতিবেদন করার জন্য বিজয়টিভির হেড অফিস ঢাকা থেকে এসেছেন বলে স্থানীয়দের পরিচয় দেন। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ অনৈতিক সুবিধা আদায় করার চেষ্টা করেন তারা।

খবর পেয়ে বিজয় টিভির প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন তাদের সম্পর্কে খোঁজখবর নেন। সাংবাদিক পরিচয়ধারী ৪ প্রতারক সম্পর্কে নিশ্চিত হওয়ার পর পুলিশকে বিষয়টি জানান তিনি। পরে জনস্বাস্থ্য প্রকৌশলীর গেস্ট হাউজ থেকে তাদেরকে আটক করে পুলিশ।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ৪ যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণা করার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments