Breaking News

header ads

রামগতিতে নবাগত ইউএনও’র যোগদান ও সাবেক ইউএনও রফিকুল হকের বদলী।

ইউনুছ শিকদার: রামগতিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মো. আব্দুল মোমিন। গত বৃহস্পতিবার (১০অক্টোবর) তিনি তার নতুন এই কর্মক্ষেত্রে যোগদান করেন। এর আগে তিনি কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি ৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ একজন কর্মকর্তা। তিনি বিসিএস ক্যাডারের একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ইতিপূর্বে দাযিত্ব পালনে তাঁর বিশেষ সু-খ্যাতি রয়েছে।

যোগদানের পর একান্ত সাক্ষাতকারে তিনি সাংবাদিক ইউনুছ শিকদারকে বলেন, রুপালী ইলিশের ২য় অবতরণস্থল মেঘনার আঁচলে মাখা এ অঞ্চলের মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে সরকারের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার ইচ্ছা রয়েছে। আর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে অত্র উপজেলার শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শ্রমজীবী ও পেশাজীবিসহ সর্বস্তরের জন সাধারণের সহযোগিতা কামনা করছি।

তিনি ১৯৮১সালের ২০শে জুন চট্টগ্রামের হালি শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ্ব মো.নঈম উদ্দিন ও মাতার নাম মোমেনা বেগম।

আশারাখি সকলের সহযোগীতা নিয়ে একটি সুন্দর সুখী উপজেলা গড়তে পারবো। যার পরিচয় মিনি কক্সবাজার সেখান থেকে আমরা টুরিষ্ট স্পটকে নানান সুবিধা বাড়িয়ে আরো বিশাল বড় সৈকতের শহরে পরিণত করবো। যা এতদ্বঞ্চল ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে নিঃসন্দেহে।

Post a Comment

0 Comments