Breaking News

header ads

কোম্পানীগঞ্জে যাত্রীসেজে অটোরিক্সা চিনতাই চেষ্টা, চালক আহত।

গাংচিল অনলাইন.কম: কোম্পানীগঞ্জে যাত্রী সেজে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে একটি চক্র। এ সময় চক্রটির ছুরিকাঘাতে অটো চালক আহত হয়েছেন। 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চর পার্বতী ইউপির ঘোড়ায় এ ঘটনা ঘটে। আহত চান মিয়া উপজেলার মুছাপুর ইউপির বাংলা বাজারের আবু নাছেরের ছেলে।

আহত চান মিয়া জানান, বসুরহাট বাজারের হাসপাতাল গেইট থেকে চৌধুরী হাটে যাওয়ার জন্য চারজন অটোরিকশাতে উঠেন। কিছুদূর যাওয়ার পর চার ছদ্মবেশী ছিনতাইকারীরা অটো চালকের ওপর আক্রমণ করে। এ সময় ব্লেড দিয়ে চালকের হাতের বিভিন্ন স্থানে আঘাত করে। 

তাৎক্ষণিক ঘটনাটির টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে আহতকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শ্রমিক নেতারা। 

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Post a Comment

0 Comments