লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে বিশৃংখলা সৃষ্টিকারীদের প্রতিহত করতে এবং বিএনপি জামায়াত শিবিরের আশ্রয়দাতা কতিপয় বিপদগামী সোহেল চৌকিয়া অপপ্রচারনার প্রতিবাদে বুধবার দুপুরে উপজেলা আ‘লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মালের সভাপতিত্বে এবং পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক অপু মালের উপস্থাপনায় প্রতিবাদ সমাবেশ ও সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আটিয়া, মোঃ রাপী, রবিউল ইসলাম অপু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ২০ অক্টোবর রাতে রামগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সহেল চৌকিয়া বিজয়নগর এলাকাতে সড়ক দুর্ঘটনা আহত হয়। উক্ত দুর্ঘটনাকে রাজনীতিক ফায়দা হাসিল করতে স্বার্থনেষী ব্যক্তি রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আগামী ৭ নভেম্বর-২০১৯ উপজেলা ছাত্রলীগ সম্মেলন বানচাল করার লক্ষেই এ তৎপরতা চালিয়ে যাচ্ছে।


0 Comments