লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ও লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের নির্দেশে রায়পুরে সিএনজি অটোরিক্সা থেকে চাঁদা তোলা বন্ধ হওয়ায় আনন্দ মিছিল করেছে চালকরা।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে বুধবার (১৬ অক্টোবর) সকালে রায়পুর বাস স্টান্ড থেকে আনন্দ মিছিল বের করা হয়। পরে মিছিলটি রায়পুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা ডাক বাংলোর সামনে এসে শেষ করে।
এ সময় চালকরা বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সিএনজির বিভিন্ন স্ট্যান্ড থেকে জিপি আদায়ের নামে যে চাঁদাবাজি হয়েছিল তা বন্ধ করার। বর্তমানে চাঁদা তোলা বন্ধ হওয়ায় আমরা এর জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
চালকরা আরও বলেন, আমাদের আরো একটি দাবি আছে, রায়পুরে আমাদের কোন সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড নাই। তার পরেও পৌরসভা চালকদের কাছ থেকে টোল আদায় করছেন। আমরা চাই শ্রমিকদের দিকে তাকিয়ে সংশ্লিষ্টরা টোল আদায় বন্ধ করবেন।
উল্লেখ্য, রায়পুর উপজেলার বিভিন্ন স্পটে সিএনজি ও অটোরিক্সা থেকে প্রতিদিন ২০-৩০ টাকা হারে দীর্ঘদিন যাবৎ জিপির নামে চাঁদা আদায় করা হতো। জিপির নামে চাঁদা বন্ধ হওয়ায় চালকরা এখন খুশি।


0 Comments