Breaking News

header ads

নোবিপ্রবিতে ভবনের ৬ষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের!

গাংচিল অনলাইন.কম: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নির্মাণাধীন ১০ তলা ভবনের ৬ষ্ঠ তলা থেকে পা পিছলে পড়ে এক নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কোয়াটারের ৬ তলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শ্রমিকের নাম জুয়েল সে চাঁপাইনবাবগঞ্জ জেলার ছায়েদুলের ছেলে বলে জানাগেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কোয়াটারের নির্মাণাধীন ১০ তলা ভবনের ৬ তলায় কাজ করতে উঠলে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান জুয়েল। তাকে অন্য শ্রমিকরা আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

Post a Comment

0 Comments