Breaking News

header ads

নোবিপ্রবি'র বাস চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু!

গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার করালিয়া নামক এলাকায় গাজী ভবনের সামনে আজ সকাল ৭:৩০টার দিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাসের ধাক্কায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

জানাযায়, নিহত শ্রমিকের নাম আব্দুর রহিম (২৪)। তিনি পাশ্ববর্তী কবিরহাট উপজেলার শুক্লবদ্ধি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সাইকেলযোগে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন আব্দুর রহিম। তিনি বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের করালিয়া নামক এলাকায় পৌঁছালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে আসা নোবিপ্রবির বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

Post a Comment

0 Comments