Breaking News

header ads

সুবর্ণচরে গোয়েন্দা পুলিশের হাতে লক্ষাধিক টাকাসহ ১২ জুয়াড়ি আটক!

ইউনুছ শিকদারঃ নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ আটককৃতদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর হাসান গ্রামের ভূঞারহাট থেকে তাদের আটক করা হয়। তবে ডিবি পুলিশ তাৎক্ষণিক আটককৃত জুয়াড়িদের নাম ঠিকানা জানাতে পারেনি।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, জেলা গোয়েন্দা পুলিশের (এসআই) সাঈদ মিয়া গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভূঞারহাট বাজারে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে হাতেনাতে আটক করে। এ সময় আটক ১২ জুয়াড়ির কাছ থেকে ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, পরবর্তীতে আটক জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments