গাংচিল অনলাইন.কম: নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ছয় দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ (১৭সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, নূর শেখ রহমান বিজয় (২৭), জহিরুল ইসলাম ফরহাদ (২৯), মনোয়ার হোসেন (৩৭), কামাল উদ্দিন স্বপন (২৮), আবুল কাশেম (৪০) ও ইমরান হোসেন (২২)। তারা সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, দালালরা রোগীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা নিয়ে বেসরকারি হাসপাতালে নেয়াসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান বলেন, জেলার সরকারি হাসপাতালগুলো দালালমুক্ত ও স্বাস্থ্যসেবার মান সমুন্নত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


0 Comments