গাংচিল অনলাইন.কম: নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের চৌরাস্তার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্ত্বরে বৃহত্তর নোয়াখালী অনলাইন পরিবারের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অবিলম্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করে নোয়াখালীবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণের দাবি জানান।
সবামেশে বক্তারা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও পার্শ্ববর্তী জেলাসমূহ নিয়ে নোয়াখালীকে নবম প্রশাসনিক বিভাগ গঠনের দাবি করে বলেন, বাংলাদেশের গুরত্বপূর্ণ জেলাগুলোর মধ্যে নোয়াখালী অন্যতম একটি। এ জেলাকে বিভাগ গঠনের সকল যোগ্যতা থাকা সত্বেও কেন নোয়াখালীকে বিভাগ দেয়া হচ্ছেনা এমন প্রশ্ন তুলে বক্তারা মাননী প্রধানমন্ত্রীর কাছে নোয়াখালীকে অনতিবিলম্বে বিভাগ গঠনের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতা রহিম রবিসহ অনেকে।



0 Comments