Breaking News

header ads

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গুলি করে হত্যা।

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য খোরশেদ আলম মিলন (৩৫)কে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম দত্তপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও সৈয়দপুর গ্রামের মৃত মুনছুর আহম্মদের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাদাদপুর গ্রামের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল খোরশেদ আলম মিলন। এ সময় মোটরসাইকেল করে কয়েকজন দুর্বৃত্ত এসে মিলনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবী জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসীরা।

এ দিকে এ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির রিপন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।  

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। এসময় তিনি সাংবাদিকদের জানান, লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারনে মিলনকে গুলি করে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যারাই হত্যাকান্ডের সাথে জড়িত, তাদের চিহিৃত করে গ্রেপ্তার করা হবে।  জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

Post a Comment

0 Comments