Breaking News

header ads

লক্ষ্মীপুরে আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি শাহ আলম, সম্পাদক নুর আলম

ফয়সাল কবির (লক্ষ্মীপুর প্রতিনিধি): লক্ষীপুর সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

ইউনিয়ন আ. লীগের সভাপতি ইউপি পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলমে সভাপতিত্বে ইউপি আওয়ামীলীগেন সাবেক সাধারণ সম্পাদক নুর নবী মাষ্টারে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ,জেলা আওয়ামীলীগের কৃষি বিষয় সম্পাদক মোঃ মতলব, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, পৌর আ.লীগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক ৪নং চররুহিতা ইউপি পরিষদের চেয়াম্যান হুমায়ুন কবির পাটোয়ারী, উপজেলা আ.লীগের সাংগঠনি সম্পাদক সৌরব হোসেন বিনুর উপজেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ আবুল কাশেম, জেলা যুবলীগের সহ সভাপতি আদনান চৌধুরী জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফ আরে উপস্থিত ছিলেন ১নং হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌরব হোসেন নান্নু ইউপি আওয়ামীলীগ নেতা ইসমাইল পাঠানপ্রমুখ। 

সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ২জনসহ মোট ৪জনকে নির্বাচিত করেন। এসময় আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতি পদে মীর শাহ আলম ১৫৩ ভোটে নির্বাচিত হন। তাঁর নিটকতম প্রতিদ্বন্দী নাজমুল করিম টিপু ৮৫ ভোট। 

এদিকে সাধারণ সম্পাদক পদে ১১৫ ভোট পেয়ে সাবেক ইউপি আওয়ামীলীগের সভাপতি ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা ছানাউল্লা মিয়া বড় ছেলে নূর আলম মোহন নির্বাচিত হন। তার নিকটতম নুর নবী মাষ্টার পেয়েছেন ৬২ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মাসুদ আলম ১০৭ ভোট ও ইসমাইল হাজী ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

Post a Comment

0 Comments