Breaking News

header ads

দীর্ঘ প্রতীক্ষার পর নোবিপ্রবিতে চালু হয়েছে ছাত্রী হল।

গাংচিল অনলাইন.কম: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলটির কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ (২৩সেপ্টেম্বর) সোমবার দুপুরে হল প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. দিদার-উল-আলম হল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গত ২৪ ফেব্রুয়ারি নোবিপ্রবির ২য় সমাবর্তনে হলটির উদ্বোধন করেন আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ। উদ্বোধনের পর দীর্ঘ ৬ মাস পেরিয়ে গেলেও এতদিন হলটি চালু করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট মো. শাহীন কাদির ভুঁইয়া, আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদসহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

হলটির প্রাধ্যক্ষ শাহিন কাদির ভুঁইয়া বলেন, আবাসন সংকট নিরসনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলটির কাজ শুরু করে। হলটি রাষ্ট্রপতি কর্তৃক উদ্বোধন হলেও নানা জটিলতা ও ঠিকাদারের অসহযোগিতায় হলের কাজ শেষ করতে অতিরিক্ত সময় লেগেছে। সর্বশেষ হলের কাজ সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আজ চালু হচ্ছে হলটি।

প্রসঙ্গত, আব্দুল মালেক উকিল হলে ‘লিগ্যাল বোর্ডিং কার্ড’ যাদের ছিল শুধুমাত্র তাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে স্থানান্তর করা হয়।

Post a Comment

0 Comments