Breaking News

header ads

রামগঞ্জে অগ্নিকান্ডে ৭টি ঘর পুড়ে গেছে, ৬০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে অগ্নিকান্ডে ৭টি ঘর ও মালামাল সম্পুন্ন পুড়ে গেছে। এতে প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্তরা দাবী করছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিন শ্যামপুর গ্রামের ভেজাল বাড়ির শাহ আলম বাহারের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তে আগুনের লেলিহান পাশ্ববর্তী কয়েকটি বসতঘরে জড়িয়ে পড়ে। এতে নজরুল ইসলাম, সালেহ আহমেদ, শাহজাহান, হারুন মিয়া, জাহাঙ্গীর আলম, আ. রহিম, রাসেল আলমের বসতঘর’সহ ৭টি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।  

করপাড়া ইউপির তথ্য কেন্দ্রের উদ্যোক্তা মনোয়ার হোসেন বলেন, শাহ আলম বাহারের বসতঘরের বৈদ্যুতিক র্সটসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনে পাশ্ববর্তী বসতঘর গুলো পুড়ে গেছে।

করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব বলেন, গ্রামের মানুষের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে এনেছেন। না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশংকা ছিল। 

রামগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত এস ও মো. মোতালেব জানান, খবর পেয়ে ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে। আগুনে ৫টি বসতঘর, ২টি রান্না ঘর পুড়ে গেছে। এছাড়া আগুন থেকে রক্ষা করতে ২টি বসতঘর ঠেলে পাশে ফেলে দিয়েছে স্থানীয়রা। তবে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে।

Post a Comment

0 Comments