Breaking News

header ads

কোম্পানীগঞ্জে সিএনজি চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
গাংচিল অনলাইন.কম: কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় সিএনজির চাকায় পিষ্ট হয়ে মুনতাহা নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ (১৭ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর সিএনজি নিয়ে চালক পালিয়ে যায়।

নিহত মুনতাহা চরকাঁকড়া ইউনিয়নের বেছুমাঝির বাড়ির মাসুদ মিয়ার মেয়ে। ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মাকসুদা সুলতানা সুরভী এ তথ্য নিশ্চিত করেন। 

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments