গাংচিল অনলাইন.কম: বেগমগঞ্জ উপজেলার গাবুয়ায় নোয়াখালী কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে গাবুয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যেগে এবং ব্লাড হান্টারের সহযোগীতায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
আজ (৩১আগস্ট) শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫পর্যন্ত প্রায় ৭শ শিক্ষার্থীদের ফ্রি ব্লার্ড পরীক্ষা করা হয়েছে। এসময় গাবুয় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো, সোহরাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহতাব উদ্দিন পাটোওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি অবজারভার নোয়াখালী প্রতিনিধি মুলতানুর রহমান মান্না ও দৈনিক খোলা কাগজ নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন সুমন।
এসময় আরও গাবুয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এড. দেলোয়ার হোসেন বাবু, যুগ্নসাধারণ সম্পাদক হাসান আকবর বাদল ও ব্লাড হান্টারের আহবায়ক আজাদ আহাম্মেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


0 Comments