Breaking News

header ads

প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় সোনাইমুড়ীর পৌর মেয়র সাময়িক বরখাস্ত!

 সোনাইমুড়ী পৌরসভার মেয়র মোতাহার হোসেন মানিক
গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার মেয়র মোতাহার হোসেন মানিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিসহ নানা অনিয়মের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এই সিদ্ধান্তসংক্রান্ত চিঠি বিভিন্ন দফতরে পাঠিয়েছেন।

নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস জানান, সোনাইমুড়ীর পৌর মেয়রকে সাময়িক বরখাস্তসংক্রান্ত চিঠি তার হাতে এসেছে। 

জানা যায়, প্রধানমন্ত্রীকে নিয়ে নানা কটূক্তি, পৌরসভার গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, নিয়মিত অফিস না করা, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। 

এ বিষয়ে মেয়র মানিককে ফোন দিলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত এসংক্রান্ত কোনো আদেশ আমার হাতে বা অফিসে এসে পৌঁছায়নি।
তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে এসব অভিযোগ আনা হয়েছে।

Post a Comment

0 Comments