লক্ষ্মীপুর প্রতিনিধি : স্বেচ্ছায় রক্ত দানকারী সংগঠন হিউম্যান ব্লাড ডোনার্স ক্লাবের ০৪ মাসের জন্য চাঁদপুর জেলায় নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার (৩০অক্টবর) স্যগঠনের সভপতি শামীম আহম্মেদ এর পরচালনাতে এক জরুরী সভায় সকল সদস্যদের সিদ্ধান্ত ক্রমে এই কমিটি ঘটিত হয়।
নব মননীত কমিটিতে দেবাশীষ চন্দ দাস কে সভাপতি ও মানিক রতন কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, মানবতার সেবায় প্রতিষ্ঠিত এই ক্লাব টি ইতিমধ্যে অসহায় রোগীদের কে বিভিন্ন গ্রুপের ৩শত ৪৬ব্যাগ রক্ত স্বেচ্ছায় দান করেছে। এই সেবা মূলক কাজকে ভবিষ্যতে আরো এগিয়ে নিতে নতুন কমিটির সদস্যগন সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করেন।


0 Comments