Breaking News

header ads

হাতিয়ায় মাছধরার ট্রলারসহ ১৯ জেলে অপহৃত !

ইউনুছ সিকদার: নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের দক্ষিণে গভীরে সমুদ্রে মাছ ধরার সময় দু’টি ট্রলারসহ ১৭ জেলে ও দুই মাঝিকে অপহরণ করেছে জলদস্যুরা। এ সময় তারা আরো আটটি ট্রলারের মাছ লুট করে ট্রলারগুলোর ইঞ্জিন বিকল করে দিয়ে যায়।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে দিকে এই অপহরণের ঘটনা ঘটলে রাত ১১টার দিকে জানাজানি হয়। 

হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে এমভি মা-বাবার দোয়া নামে একটি ট্রলারের মাঝি এরশাদ, এক জেলে ও মাছসহ সংঘবদ্ধ জলদস্যু দলের সদস্যরা ট্রলারটি অপহরণ করে বলে স্থানীয় সূত্র জানায়।

ট্রলারের মালিক সাহেদ জানান, ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাট থেকে সকালে মাছ ধরার জন্য নিঝুম দ্বীপ সংলগ্ন গভীর সমুদ্রে যায়। ওইদিন দুপুরে জলদস্যুরা তাদের আপহরণ করে। তবে তারা নেটওয়ার্কে আসে রাত সাড়ে ১০টায়। পরে তারা ফোন করে বিষয়টি আমাদের জানায়।

কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার এ জেড এম জহিরুল ইসলাম জানান, অপহৃতদের উদ্ধার করতে মঙ্গলবার সকাল থেকে অভিযান চালানো হচ্ছে।

Post a Comment

0 Comments