লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে কবিতা আবৃত্তি ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে জেলা সাহিত্য সংসদ।
শুক্রবার বিকালে লক্ষ্মীপুর জেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়।
এসময় বঙ্গবন্ধুর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাহিত্য সংসদের সভাপতি ডাঃ সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।
অনুষ্ঠান উদ্বোধন করেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল রেদোয়ান আরমান শাকিল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকা, দৈনিক লক্ষ্মীপুর সমাচারের সম্পাদক জাকির হোসেন ভূইয়া আজাদ, মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল প্রমুখ।



0 Comments