Breaking News

header ads

নোয়াখালীর ছেলে রশিদুর রহমানের রচনায় "ডিল ডান কালাচান"!

ডিল ডান কালাচান

এ মোশাররফ করিম-সাফা কবির

গাংচিল অনলাইন.কম: জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী সাফা কবির প্রথমবারের মতো নাটকে জুটি বাঁধলেন। ঈদুল আজহার জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাটকের নাম ‘ডিল ডান কালাচান’। 

নোয়াখালীর ছেলে রশিদুর রহমানের লিখা নাটকটি পরিচালনা করেছেন তপু খান। বর্তমানে নাটকটির শুটিং চলছে সাভারের কিছু লোকেশনে। 

অভিনেতা মোশাররফ করিম বলেন, বেশ সুন্দর গল্পের একটি নাটক। আমার অভিনয় করতে বেশ লেগেছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। 

সাফা কবির বলেন, অসাধারণ গল্প ও লোকেশনে নাটকটিতে অভিনয় করতে পেরে খুব ভালো লাগছে। মোশাররফ ভাইয়ের সঙ্গে প্রথমবার কাজ করাটাও দারুণ উপভোগ করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে নাটকটি। 

আসছে ঈদে নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হওয়ার কথা রয়েছে।

Post a Comment

0 Comments