Breaking News

header ads

ঢাকা-নোয়াখালী রুটে বিআরটিসির এসি বাস উদ্বোধন।

বিআরটিসির এসি বাস
গাংচিল অনলাইন.কম: ঈদকে সামনে রেখে ঢাকা-নোয়াখালী রুটে নতুন এসি বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বি আর টি সি)। 

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কমলাপুর ডিপোতে এই বাসের উদ্বোধন করেন বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামান বাবু। এই রুটে ১০টি এসি বাস চালু করছে বিআরটিসি। 

রুট পরিচালনাকারী কর্মকর্তারা জানান, শিগগিরই এই রুটে আরও বাস সুংযুক্ত করা হবে। এ সময় কমলাপুর ডিপোর ম্যানেজার নায়েব আলী, যাত্রাবাড়ী ডিপোর ম্যানেজার মাসুদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

জানা যায়, ইতোমধ্যে নোয়াখালীর বিভিন্ন স্থানে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বি আর টি সি) এর কাউন্টার উদ্বোধন করা হয়েছে। 

উল্লেখ্য, ঢাকা-নোয়াখালী বিআরটিসির এসি বাসের ভাড়া নির্ধারন করা হয়েছে ৪০০ টাকা।

Post a Comment

0 Comments