‘নিখোঁজ’ হওয়া সেই প্রবাসীর স্ত্রীকে পাবনার ফরিদপুর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই নারী দুবাই প্রবাসী স্বামীকে রেখে আরেক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন বলে জানাগেছে।
কিন্তু পালিয়ে যাওয়ার সেই ঘটনাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন প্রসাসী স্ত্রীর অভিভাবকরা। তারা এ বিষয়ে ডায়েরি ও করেছিলেন। যার নাম্বার নং-৬৮০।
পুলিশ জানায়, চাটখিল উপজেলার শিবরামপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে উম্মে হানি বিথির সঙ্গে আট মাস আগে বিয়ে হয় লক্ষীপুরের রামগঞ্জের দুবাই প্রবাসী সাফায়েত হোসেনের। বিয়ের মাস খানেক পরে সাফায়েত প্রবাসে চলে যান। মুঠোফোনের মাধ্যমে পাবনার ফরিদপুর উপজেলার বুনাই নগরের ফজলে রাব্বির সঙ্গে পরিচয় হয় বিথির। একপযার্য়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
জানা যায়, ১৬ জুন রাতে ফজলে রাব্বি বিথির সঙ্গে দেখা করতে যায় চাটখিলে। এরপর ওই রাতেই তারা পালিয়ে প্রথমে ঢাকা এবং পরের দিন পাবনার ফরিদপুরে চলে যান। পরে ১৭ জুন ৭০ হাজার টাকা দেনমোহরে বিথির সঙ্গে ফজলে রাব্বির বিয়ে করেন।
পুলিশ প্রযুক্তির ব্যবহার করে গত শুক্রবার সকালে ফজলে রাব্বির বাড়িতে গিয়ে বিথি ও রাব্বিকে আটক করে। পরে শনিবার সকালে চাটখিল থানায় নিয়ে আসে।
বিথির অভিযোগ, রাব্বি ভিডিও কলে কথা বলার সময় আপত্তিকর কিছু ছবি তুলে ও ভিডিও কল রেকর্ড করে রাখে। ওই ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তার সঙ্গে দেখা করে। এরপর তার সঙ্গে যেতে বাধ্য করেন। পরে তাকে ৭০ হাজার টাকা দেনমোহরে বিয়ে করেন।
ফজলে রাব্বি বলেন, বিথি স্বেচ্ছায় তাদের বাড়ি থেকে চাটখিল এসে আমার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। সে নিজেই আমাকে চাটখিল থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। এরপর ঢাকা থেকে চাটখিল এসেছিলাম।


0 Comments