Breaking News

header ads

চৌমুহনী রেল স্টেশন এলাকায় আবারও ভয়াবহ আগুন!

গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালীর প্রানকেন্দ্র চৌমুহনী রেল স্টেশন এলাকায় রোববার রাতে আবারও ভয়াবহ অগ্নিকান্ডর ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।    

নোয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার হুমায়ুন কার্নায়েল বলেন, চৌমুহনী রেল স্টেশনের পূর্ব-দক্ষিণ পাশের মার্কেটে রাত দেড়টার দিকে আগুন লাগে। এতে ক্রোকারিজ, প্লাস্টিকের সামগ্রী, অ্যালুমিনিয়াম, ওষুধের দোকানসহ প্রায় ৩০টি দোকান পুড়ে যায়। 

আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক তিনটি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করে। এরপর আরো চারটি ইউনিট যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ আগুনের ঘটনায় ক্ষতির পরিমাপ এখনো করা যায়নি।

Post a Comment

0 Comments