Breaking News

header ads

কোম্পানীগঞ্জে স্ত্রী নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

প্রধান শিক্ষক
কোম্পানীগঞ্জে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৪জুলাই) বিকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিক্ষকের নাম কালিম উল্লাহ (৩৭) তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আল আমিন মাদ্রাসার প্রধান শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, স্ত্রীর অভিযোগের ভিত্তিতে কালিম উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তবে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন কালিম উল্লাহ।

কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, যৌতুকের জন্য মারধরের অপরাধে নারী ও শিশু নির্যাতন আইনের কালিম উল্যাহর বিরুদ্ধে তার স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।

অভিযুক্ত শিক্ষককে নোয়াখালী জেলা জজ আদালতের মাধ্যমে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments