কোম্পানীগঞ্জের চরফকিরায় পাওনা টাকা চাওয়ার জের ধরে প্রকাশ্যে তিনজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে দেনাদার। মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এঘটনায় গুরুত্বর আহত মো. হোসেন (৬৫), আবুল কাসেম (৩০), রুবেল (২৫) কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
ভুক্তভোগী মোহাম্মদ হোসেনের ছেলে আবুল কালাম জানান, চরফকিরা ৯নং ওয়ার্ড যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক বাবুলকে আমার বাবা ত্রিশ হাজার টাকা ধার দিয়েছিল। ধারের সে টাকা থেকে ২১ হাজার টাকা পরিশোধ করলেও বকেয়া নয় হাজার টাকা থেকে যায় বাবুলের কাছে। ওই টাকা চাইলে প্রথমে দু’জনের মাঝে কথা কাটাকাটি এবং একপর্যায়ে যুবদল নেতার পিতা মো. আমির হোসেন (৫০) ও তার ভাই সোহাগ, জহির, রিপনসহ আমার বাবা, ভাই এবং এক নিকট আত্মীয় কে দা দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় বুধবার (৩ জুলাই) ভুক্তভোগী কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। খুবশীঘ্রই আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


0 Comments