বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর) ও পার্শ্ববর্তী জেলাগুলো নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবীতে আন্দোলনরত তরুণ-যুবকদের সংগঠন ‘নোয়াখালী বিভাগ আন্দোলন’এর উদ্যোগে রাজধানীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা উত্তর সিটিতে বসবাসরত সংগঠনের নেতা-কর্মীদের তাৎক্ষণিক এ মতবিনিময় সভা বুধবার (৩ জুন ২০১৯) সন্ধায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত নিউ স্টার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মোহাম্মদ ঈমাম হোসেইন, সদস্য-সচিব এস আরেফিন জোবায়ের, যুগ্ম-আহবায়ক যথাক্রমে অলি-উল ইসলাম বিজয়, মোঃ আনোয়ার হোসেন শিমুল, আবদুর রাজ্জাক ভূঁইয়া (মুরাদ) ও ফজলে এলাহি রিয়াদ এবং কার্যনির্বাহী সদস্য আজাদ মিজি প্রমূখ।
মতবিনিময় সভায় আগামী ঈদুল আযাহার পূর্বে ঢাকায় বসবাসরত বিভাগ আন্দোলনের কর্মী ও সুধীদের নিয়ে ঢাকায় এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে বসবাসরতদের নিয়ে নোয়াখালীর চৌমুহনীতে এক ঈদ-পুনর্মিলনী ও মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় আন্দোলনের পরবর্তী কর্মসূচির আশাবাদ প্রকাশ করা হয়।


0 Comments