Breaking News

header ads

হাতিয়ায় বন্ধ করে দেয়া হল অবৈধ অটোচার্জের গ্যারেজ!

অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী
দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ সরবরাহ (বিউবো) থেকে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী অটোচার্জের গ্যারেজগুলো বন্ধ করে দেয়া হয়েছে। 

গতকাল মঙ্গলবার (০২জুলাই) সকাল থেকে দিনব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে নিয়ে এ সংযোগ বন্ধে অভিযান চালায় উপজেলা বিদ্যুৎ সরবরাহ (বিউবো) এর কর্মকর্তারা। 

আবাসিক প্রকৌশলী মসিউর রহমান জানান, অবৈধ বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগ রয়েছে ২৫জন গ্রাহকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই ২৫ জন গ্রাহক দীর্ঘদিন থেকে অটোচার্জের গ্যারেজ ব্যবসা করে আসছিল । ওই ২৫টি গ্যারেজে কমপক্ষে এক হাজার ব্যাটারী চালিত অটোরিকশা চার্জ করা হত। এতে বিদ্যুৎ খচর হতো ২০০ কিলোওয়ার্ড। যার করণে উপজেলায় বিদ্যুৎ সরবারহ বিঘ্নিত হতো। 

মসিউর রহমান আরো জানান, হাতিয়া বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ বিষয়টি জানার পর থেকে বার বার নিষেধ করার পরেও এসব গ্যারেজের মালিকরা কোনো কর্ণপাত করেনি। সরকারি আদেশ বাস্তবায়ন করতে অভিযান পরিচালনা করে বিদ্যুৎ সরবরাহ (বিউবো) থেকে অবৈধ পন্থায় বিদ্যুৎ ব্যবহারকারী অটোচার্জের গ্যারেজগুলো বন্ধ করে দেয়া হয়েছে। 

পুনরায় যাতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করতে না পারে সেই জন্য বিদ্যুৎ কোর্টে মামলা করার প্রস্তুতি চলছে।

Post a Comment

0 Comments