Breaking News

header ads

সুবর্ণচরে বিদ্যুৎ সংস্কার কাজ করতে গিয়ে বিদ্যুৎ কর্মী নিহত!

ইউনুছ শিকদার: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎ লাইনের সমস্যার সমাধান করতে গিয়ে সয়ং বিদ্যুৎ কর্মী নিহত। নিহত যুবকের নাম মো: শুভ (২২)। তার গ্রামের বাড়ী ঠাকুরগাঁ জেলায়। 

জানা যায় মঙ্গলবার চর ওয়াপদার থানারহাটের দক্ষিণ পার্শ্বে বিদ্যুৎ লাইন সংস্কার করতে গিয়ে কর্তৃপক্ষের অবহেলায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। 

সুবর্ণচর পল্লী বিদ্যুৎ অফিসে প্রতিবেদক ফোন করলে কর্তৃপক্ষ বলেন, শুভ নামের ছেলেটি নিহতের ব্যাপারে শুনেছি তবে সে তার নিজের ভুলের কারণে মারা যায়। সে বিদ্যুৎতের লাইনে কাজ করতে গিয়ে কর্তৃপক্ষের সাথে কোনো রকম যোগাযোগ করেনি। 

নিহত মোঃ শুভকে তার গ্রামের বাড়ী ঠাকুরগাঁয়ে নিয়ে কাফন ও দাপনের ব্যবস্থা করা হয়েছে বলে নিশ্চিত করেন, ঠিকাদার জহির। 

এই বিষয়ে চরজব্বার থানায় যোগাযোগ করলে থানা কর্তৃপক্ষ বলেন, এই বিষয়ে আমাদদেরকে কিছুই জানানো হয় নাই।

Post a Comment

0 Comments