Breaking News

header ads

ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগে আটক-২।

গাংচিল অনলাইন.কম: সেনবাগে "দ্যা নিউ সেন্ট্রাল হাসপাতালে" ভুল চিকিৎসায় প্রসূতী ও নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ (২৫ জুলাই) বৃহস্পতিবার এ ঘটনায় জড়িত থাকায় দু’জনকে আটক করেছে পুলিশ। 

নিহতরা হলেন- সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের শ্রীপুর বাবুপুর গ্রামের আব্দুল আমিন রিপনের স্ত্রী বিবি কুলছুম ও তার নবজাতক শিশু। 

অপরপক্ষে আটক ব্যক্তিরা হলেন- হাসপাতালের মালিক হারুন অর রশিদ ও ওয়ার্ডবয় আমিরুল ইসলাম। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বুধবার বিকেলে প্রসব ব্যথা উঠলে প্রসূতি বিবি কুলছুমকে দ্যা নিউ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত ১০টার দিকে ওয়ার্ডবয় ও নার্সদের দিয়ে ভুলভাবে সিজার করানোয় মা ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়। 

স্থানীয়সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বৈধ কাগজপত্র না থাকা ও অব্যবস্থাপনার দায়ে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়েছে। 

লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

Post a Comment

0 Comments