Breaking News

header ads

'সূর্য তরুণ একাদশ গাংচিল' এর উদ্যোগে 'ঈদ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯' অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ (গাংচিল) প্রতিনিধিঃ   সূর্য তরুণ একাদশ গাংচিল এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও 'ঈদ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

এই টুর্নামেন্টটি প্রতি বছর  ঈদের পরের দিন আয়োজন হয়ে থাকে। এতে লাল, কালো ও সবুজ নামে তিনটি দল গঠন করে স্থানীয় সাবেক ও বর্তমান ক্রিকেট প্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর ২০১৯ সালে চ্যম্পিয়ান হয়েছেন কালো দল।

সূর্য তরুণ একাদশের সাবেক সফল অধিনায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ওসমান গনি বর্তমানে ক্লাবটির সভাপতি। যার নিরলস প্রচেষ্টায় ক্লাবটি আজ দৃশ্যমান। ভবিষ্যতে ক্লাবটি উন্নত ও গাংচিলের ক্রিড়া প্রেমিদের সুযোগ প্রদানে দৃঢ়ভাবে প্রতিশ্রুতি বদ্ধ।

তিনি ক্লাবটির উন্নয়নে সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Post a Comment

0 Comments