বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াই জমে উঠেছে, একটি জায়গার জন্য লড়াই হবে চারটি দলের। তবে ফেভারিট ইংল্যান্ড সেই জায়গাটি আগে থেকেই দখলে রেখেছে। কিন্তু এই চার নম্বর পজিশনে কি তারা থাকতে পারবে? সেটার উত্তর দেবে সময়।
টুর্নামেন্টের শুরুতে হট ফেভারিট ইংল্যান্ড ক্রিকেট দল, পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কা জাগিয়ে তুলেছে। সাথে আশাবাদী করেছে বাংলাদেশ, পাকিস্তান এমনকি শ্রীলংকাকেও। এই তিনটি দলেরই সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এখনো টিকে আছে।
সেমিতে যেতে যে দলের যা করতে হবেঃ
বাংলাদেশঃ
বাংলাদেশের অন্তত দুটো ম্যাচে জিততে হবে। যদি একটি ম্যাচও জয় পায় সেক্ষেত্রে পয়েন্ট হবে ৯। তখন ইংল্যান্ডের সব ম্যাচ হারতে হবে এবং পাকিস্তান ও শ্রীলংকা একটির বেশি জয় যাতে না পায় সেটি দেখতে হবে।
ওয়েস্ট ইন্ডিজঃ
সেমিফাইনালে যেতে ৩টি খেলায় জিততে হবে, সাথে ইংল্যান্ডের বাকিসব ম্যাচ হারতে হবে। পাশাপাশি শ্রীলংকা, বাংলাদেশ ও পাকিস্তানকে অন্তত দুটো করে ম্যাচ হারতে হবে।
পাকিস্তানঃ
সেমিফাইনালে যেতে ৩টি খেলায় জিততে হবে, সাথে ইংল্যান্ডের হারতে হবে দুটো ম্যাচ।
ভারতঃ
সেমিফাইনালে যেতে বাকি ৪টি ম্যাচের মধ্যে ২টিতে জিততে হবে। যদি ভারত দুটিতে বা সবকটিতে হেরে যায়, সেক্ষেত্রে ভারতের সেমিফাইনাল যাত্রা নির্ভর করবে শ্রীলংকা, পাকিস্তান বা বাংলাদেশের অন্তত দুটো ম্যাচে হারের ওপর।
শ্রীলংকাঃ
সেমিফাইনালে যেতে ৩টি খেলায় জিততে হবে। শ্রীলংকার এখন ছয় ম্যাচে ছয় পয়েন্ট। যদি শ্রীলংকা ৩ ম্যাচের মধ্যে দুটিতে জয় পায়, সেক্ষেত্রে ইংল্যান্ডকে দুটো ম্যাচেই হারতে হবে।
ইংল্যান্ডঃ
বাকি দুটি ম্যাচে জয় পেতে হবে
নিউজিল্যান্ডঃ
এক ম্যাচ জিতলেই সেমিফাইনালে
দক্ষিণ আফ্রিকাঃ
সেমিফাইনালে উঠতে পারবে না
আফগানিস্তানঃ
সেমিফাইনালে উঠতে পারবে না


0 Comments