কবিরহাট উপজেলার চাপ্রাশীর হাট গরু বাজার দখলমুক্তের দুই মাসের মাথায় ফের দখল হয়েছে। এরই মধ্যে বাজারের মধ্যে ছোট ছোট ছাউনির ঘর গড়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, ১৫ বছর ধরে স্থানীয় প্রভাবশালীরা বাজারটির ৮০ শতাংশ জায়গা দখল করে রাখেন। ১৮ এপ্রিল উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গাটি উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) মিল্টন বিশ্বাস।
তিনি স্থানীয় ইউপি সদস্য কবিরকে জায়াগার আশপাশে থাকা ঘর উচ্ছেদের নির্দেশনা দেন। তবে নির্দেশনার বদলে উদ্ধার হওয়া জায়গায় তিনি ছোট ছোট ছাউনি ঘর নির্মাণ করেছেন।
ইউপি সদস্য কবির জানান, বৃষ্টি ও রোদের মাঝে ক্রেতা-বিক্রেতারা দাঁড়াতে কষ্ট হয় তাই তাদের সুবিধার্থে এই ঘর নির্মান করেছেন। তিনি আরও জানান বিষয়টি সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাকে জানানো হয়েছে।
কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন বিশ্বাস বলেন, চাপ্রাশীর হাট বাজারের গরু বাজার ১৫ বৎসর যাবত প্রভাবশালীরা দখলে রেখেছিল। এরই মধ্যে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় ১৮ এপ্রিল উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৭০ থেকে ৮০ শতক জায়গা উদ্ধার করি। এছাড়া আশেপাশের কিছু জায়গা খালি করতে ইউপি সদস্য কবিরকে দায়িত্ব দেই।
তবে ওই মাঠে কেনো ঘর নির্মাণ হয়েছে কিনা জানা নেই। যদি ঘর নির্মাণ হয়, তবে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।


0 Comments