মোঃ সামসু উদ্দিন (সুজন), কোম্পানীগঞ্জ (গাংচিল) প্রতিনিধি: "মাদক কে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন" এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার ০৮ নং চরএলাহী ইউনিয়ন গাংচিলে মাদক বিরুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৩ জুন) বিকাল ৩ ঘটিকার সময় গাঙচিল ৮ নং ওয়ার্ড কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর দিকনির্দেশক বসুরহাট পৌরসভার মেয়র জনাব আব্দুল কাদের মির্জা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিয়া।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি জনাব মহরম আলী, ৮নং চর এলাহী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব সাহাবুদ্দিন (মেম্বার), ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জনাব আব্দুল গনি।
সমাবেশে সভাপতিত্ব করেন ৮নং চর এলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চর এলাহী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক।
সমাবেশে আরো উপস্থিত ছিলো বিভিন্ন ওয়ার্ডের মেম্বারবৃন্দ সহ চর এলাহী ইউনিয়নের আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও আপামর সাধারণ জনগণ।
এসময় বক্তারা মাদকের হাতথেকে যুবসমাজকে বাঁচাতে প্রত্যেক গ্রামে, পাড়ায় ও মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন করে মাদক বিক্রেতাদের বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
মাদক বিক্রেতা বা ক্রেতা যে দলেরই হোক না কেনো তাকে কোনধরনের ছাড় দেওয়া হবেনা বলে হুশিয়ারিও দেন তারা।






0 Comments