Breaking News

header ads

লক্ষ্মীপুরে অবৈধভাবে বিদ্যু সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

খামারের ম্যানেজার মো. সাইফুল ইসলাম
লক্ষ্মীপুরে একটি মৎস খামারে অবৈধভাবে সংযোগ দিতে গিয়ে মো. রুবেল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই খামারের ম্যানেজার মো. সাইফুল ইসলামের নির্দেশে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মৃত্যু হয় ওই যুবকের। 


গত বৃহস্পতিবার (২৩ মে) বিকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সালেহা মফিজ এন্ড সন্স মৎস খামারে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল একই ইউনিয়নের কুসুমনগর গ্রামের তাহের মাস্টারের বাড়ির মৃত আবুল বাশারের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। তবে ইলেক্ট্রিক মিস্ত্রী হিসেবেও এলাকায় তার পরিচিতি ছিল। পরিবারের একমাত্র কর্মক্ষম সদস্যকে হারিয়ে এখন দিশেহারা রুবেলের মা ও ভাইবোন।

রুবেলের মৃত্যুর ঘটনাটি থানা পুলিশকে না জানিয়ে রাতের আঁধারে ধামাচাপা দেওয়া হয়। জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিনের সহযোগিতায় ঘটনাটি ধামাচাপা দেন ওই খামারের ম্যানেজার ও জামায়াত নেতা সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী আমির হোসেন বলেন, গত বৃহস্পতিবার বিকালে সালেহা মফিজ এন্ড সন্স মৎস খামার সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটির নিচে রুবেলকে আহতাবস্থায় পড়ে থাকতে দেখে ওই খামার কর্তৃপক্ষকে জানাই। এরপর রুবেলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৈদ্যুতিক শক লেগে রুবেলের দুই হাত পুড়ে গিয়েছিল।

বিল বকেয়া থাকায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গত মঙ্গলবার সালেহা মফিজ এন্ড সন্সের একটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিদ্যুৎ না থাকায় খামারের কার্যক্রম বাধাগ্রস্ত হয়। তাই খামারের অন্য একটি সংযোগ থেকে লাইন টেনে দেওয়ার জন্য রুবেলকে কাজে লাগান ম্যানেজার সাইফুল ইসলাম।

সালেহা মফিজ এন্ড সন্স মৎস খামারের ম্যানেজার মো. সাইফুল ইসলাম ঘটনাটি স্বীকার করে বলেন, আমি তাকে লাইন টেনে দিতে বলেছি। কিন্তু সে বৈদ্যুতিক খুঁটিতে উঠেছে কেন, তা আমার জানা নেই। তবে রুবেলের মৃত্যুর বিষয়টি পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান-মেম্বারকে জানানো হয়েছে। বিষয়টি মীমাংসায় রুবেলের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ ৮০ হাজার টাকা ও ৬ শতক জমি রেজিষ্ট্রেশন করে দেওয়া হবে বলে জানান তিনি।

দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম বলেন, বৈদ্যুতিক শক লেগে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তবে সালেহা মফিজ এন্ড সন্সের ম্যানেজারের নির্দেশে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানানো হয় নি।

তবে সালেহা মফিজ এন্ড সন্স মৎস খামারের মালিক সাইফুল ইসলাম মো. আলমগীর থাইল্যান্ডে থাকায় ক্ষতিপূরণে টাকা ও জমি না পাওয়ার আশঙ্কা করছে নিহত রুবেলের পরিবার।

Post a Comment

0 Comments